নামকরণ

নামকরণঃ-

 চারঘাট পৌরসভাটি চারঘাট উপজেলা শহর ও চারঘাট ইউনিয়নের সিংহভাগ এলাকা নিয়ে গঠিত বলে চারঘাট পৌরসভা হিসেবে নামকরন করা হয়েছে। এখানকার উপজেলা এবং থানার নামও চারঘাট । এটি মূলত পদ্মানদী কেন্দ্রীক প্রাচীন ব্যবসা কেন্দ্র। জনশ্রুতি আছে প্রাচীন কালে পদ্মা নদীর চারটি স্টীমার ঘাটের মাধ্যমে এখানকার ব্যবসা বানিজ্য পরিচালিত হতো , এজন্য কাল ক্রমে এ জনপদের নাম চারঘাট হয়েছে।