মেয়র

বর্তমান মেয়রঃ মোঃ একরামুল হক (৫ম)
MD EKRAMUL HAQUE
দায়িত্ব গ্রহনঃ ২৩/০৩/২০২১ ইং

এক নজরে মেয়র মহোদয়ের রাজনৈতিক বৃত্তান্তঃ
নামঃ মোঃ একরামুল হক, পিতা-মোঃ আঃ হালিম, মাতা-মোসাঃ বিনোদা বেগম, গ্রামঃ মেরামতপুর, ডাকঘরঃ পরানপুরহাট, থানা+উপজেলাঃ চারঘাট, জেলাঃ রাজশাহী। জন্ম ০৯ আগষ্ট ১৯৭৪ সাল রাজশাহী জেলার, চারঘাট থানায় মাতামহের গ্রামের বাড়িতে। তিনি ১৯৯২ সালে সম্মানের সহিত ২য় বিভাগ নিয়ে এস,এস,সি পাস করেন। ১৯৯৫ সালে তিনি এইচ,এস,সি পাশ করেন।১৯৯৯ সালে ২য় বিভাগে স্নাতক পাশ করেন এবং ২০১০ সালে স্নাতোকোত্তর পাশ করেন। শৈশব থেকেই নেতৃত্বদান ও খেলাধুলায় ছিলেন অদম্য। স্কুল,কলেজ জীবনে জয় করেছেন ক্রীড়া জগৎ থেকে অনন্য খ্যাতি ও সুনাম। রাজনৈতিক জীবন শুরু মূলত ছোট থেকেই । কেননা তিনি বংশীয় ভাবেই আওয়ামীলীগ পরিবারের সদস্য। চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন সময় থেকে রাজনীতীর হাতে খড়ি। ১৯৮২ সালে তিনি উক্ত হাই স্কুলে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৯৮ সালে বাংলাদেশ ছাত্রলীগের চারঘাট উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন। ২০০৪ সালে বাংলাদেশ ছাত্রলীগের চারঘাট উপজেলা শাখার সভাপতি পুণঃ নির্বাচিত হন। ২০০৪ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের চারঘাট পৌর শাখার সাধারন সম্পাদক নির্বাচিত হন এবং এখনও সাধারন সম্পাদকের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে আসছেন। একাধারে তিনি চারঘাট উপজেলার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বর্তমানে রাওথা কলেজের সভাপতি, রাসেল স্মৃতি সংঘের সাধারন সম্পাদক এবং মেরামতপুর হাফিজিয়া মাদ্রাসা ও মেরামতপুর উচ্চবিদ্যালয়ের সভাপতিসহ অনেক সামাজিক সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন।