দায়িত্ব ও কর্তব্য

পৌরসভার দায়িত্ব ও কার্যাবলী

স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০১৮ মোতাবেকঃ-

(১) পৌরসভার মূল দায়িত্ব হইবে-

(ক) স্ব-স্ব এলাকাভুক্ত নাগরিকগণের এই আইন ও অন্যান্য আইনের দ্বারা প্রতিষ্ঠিত বিধান অনুসারে সকল প্রকার নাগরিক সুবিধা   প্রদান করা; (খ) পৌর প্রশাসন ও সরকারী কর্মকর্তা ও কর্মচারীগণের মধ্যে সমম্বয় সাধন এবং সমম্বিত কার্যক্রম গ্রহন করা; (গ) পৌর এলাকায় নাগরিকগণের পৌরসেবা প্রদানের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন, ইমারত নিয়ন্ত্রনসহ নগর উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন করা; এবং (ঘ)  নাগরিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা করা।

(২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণ কল্পে পৌরসভার কার্যাবলী হইবে-

(ক) আবাসিক, শিল্প এবং বানিজ্যিক উদ্দেশ্য ব্যবহারের জন্য পানি সরবরাহ;  (খ) পানি ও পয় নিষ্কাশন;   (গ) বর্জ্য ব্যবস্থাপনা;        (ঘ) অর্থনৈতিক ও সমাজিক ন্যায়বিচার নিশ্চিতকরনের লক্ষ্যে পরিকল্পনা প্রনয়ন;  (ঙ) যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে রাস্তা, ফুটপাত, জনসাধারনের চলাচল, যাত্রী এবং মালমালের সুবিধার্থে টার্মিনাল নির্মান;   (চ) জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন,২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এ পদত্ত কার্যাবলী;   (ছ) পরিবহন ব্যবস্থাপনার সুবিধার্থে ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা, পথচারীদের সুবিধার্থে যাত্রী ছাউনি,সড়কবাতি,যানবাহনের পার্কিং স্থান এবং বাসস্ট্যান্ড বা বাসস্টপ এর ব্যবস্থা করা;  (জ) নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ রক্ষনাবেক্ষন, বৃক্ষ রোপন ও রক্ষণবেক্ষণ;   (ঝ) বাজার, কসাইখানা স্থাপন এবং ব্যবস্থাপনা;   (ঞ)  শিক্ষা, খেলাধুলা, চিত্তবিনোদন, আমোদ-প্রমোদ এবং সাংকৃতিক সুযোগ সৃষ্টি ও প্রসারে সহায়তা, পৌর এলাকার সৌন্দর্য  বৃদ্ধি; এবং (ট) আইন , বিধি, প্রবিধি, উপ-আইন বা সরকার প্রদত্ত আদেশ দ্বারা অর্পি ত অন্যান্য কার্যাবলী।

(৩) উপরিউক্ত যে কোন কার্য  সম্পাদন করিতে পৌরসভার নিজস্ব কারিগরি ব্যবস্থাপনা ও আর্থি ক সামর্থ্য না থাকিলে নাগরিক সুবিধার্থে  উপরিউক্ত কার্যাবলী স্থগিত করা যা্বে না।

(৪) উপ-ধারা (১) ও (২) এ বর্ণি ত  কোন কার্য  সম্পাদিত না হইলে সরকার এতদ্বিষয়ে প্রয়োজনীয় নির্দে শ প্রদান করিতে পারিবে।

(৫)  উপরিউক্ত কার্যাবলী ছাড়াও পৌরসভা উহার তহবিলের সঙ্গতি অনুযায়ী দ্বিতীয় তফসিলে বর্ণি ত  কার্যাবলী সম্পাদন করিবে।