পটভুমি

পটভুমিঃ-

 ৯ জুলাই , ১৯৯৮ সাল। প্রকৃতিতে ছিল বর্ষাকাল। প্রমত্তা পদ্মায় মৃদু মন্দ ঢেউ-এ ছিল খুশির নাচন। ঠিক এমনই মাহেন্দ্রক্ষণে চারঘাট উপজেলার ০৫ নং চারঘাট ইউনিয়নের ১০টি মৌজার ১৮.৭৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ৯টি ওয়ার্ডের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছিল চারঘাট পৌরসভা। প্রতিষ্ঠাকালীন চারঘাট ‘গ’ শ্রেনির পৌরসভা হলেও বিগত ৩১ মে/২০১১ ইং তারিখে ‘খ’ শ্রেণী এবং সর্বশেষ ১১ নভেম্বর ২০১৮ খ্রিঃ তারিখে ‘ক’শ্রেনির পৌরসভায় উন্নীত হয়।