ভৌগলিক অবস্থানঃ-
ভৌগলিক অবস্থান চারঘাট পৌরসভা বাংলাদেশের পশ্চিমাংশে রাজশাহী জেলাধীন অন্যতম প্রসিদ্ধ নদী পদ্মার তীর ঘেঁসে লম্বালম্বি অবস্থান করছে। পৌরসভাটি রাজশাহী জেলা শহর হতে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিন-পূর্বে ২৪º১৪’ হতে ২৪º ২২’ উত্তর অক্ষাংশ এবং ৮৮º.৪৬’ হতে ৮৮º. ৫২’ পূর্ব দ্রাঘিমাংশ ভৌগলিক সীমা রেখার মধ্যে অবস্থিত। পদ্মা নদীর ওপাড়ে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলা। চারঘাট পৌর এলাকার উত্তরে সরদহ ও ইউসুফপুর ইউনিয়ন , দক্ষিনে চারঘাট ইউনিয়ন, পশ্চিমে পদ্মা নদী এবং পূর্বে ভায়ালক্ষ্মীপুর ও সরদহ ইউনিয়ন অবস্থিত।