জনসংখ্যাঃ-
জনসংখ্যা- ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী মোট জনসংখ্যা ছিল ৩৮৪০৯ জন। এর মধ্যে পুরুষ ১৯৮৬০ জন, মহিলা ১৮৫৪৯ জন। বর্তমানে চারঘাট পৌরসভার মোটজন সংখ্যা ৪৯৩৮২ জন (প্রায়)। এর মধ্যে পুরুষ ২৪৩৮০ জন, মহিলা ২৫০০২ জন। শিক্ষার হার ৭২.৭%। সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ভোটার সংখ্যা ২৯৭১৫ জন এরমধ্যে পুরুষ ভোটার ১৪৭৯৩ জন এবং নারী ভোটার ১৪৯২২ জন। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ০.৯৮৮ শতাংশ। জনসংখ্যার ঘনত্ব ২৬৩৬.৫২ জন/বর্গ কি.মি। খানার সংখ্যাঃ ৯৩০৭টি, এবং পৌর হোল্ডিং সংখ্যাঃ ৭৫৭৫ টি।
অবকাঠামোঃ-
মোট রাস্তাঃ ১২৫.০০ কি.মি; (বিসি-৮১.০০ কি.মি. , আরসিসি/সিসি-৯.৫০ কি.মি. , কাঁচা – ২৪.৫০ কি.মি. , এইচবিবি-২.৭৫ কি.মি. , বিএফএস- ৩.২৫ কি.মি. ,ডাব্লিউবিএম – ৪.০০ কি.মি.)। মোট ড্রেনঃ ৪২.০০ কি.মি. ; (আরসিসি – ১৯.৯৩ কি.মি. ,ব্রিকম্যাসনরি – ৪.২৮ কি.মি. , কাঁচা – ১৭.৭৯ কি.মি. )। ব্রীজ- ০৮ টি; কালভার্ট- ১৪ টি; পানির পাইপ লাইন- ৩০.০০ কি.মি.; উৎপাদক নলকূপ- ০৬ টি; পালিক টয়লেট- ৫৩ টি; অনুমোদিত বস্তি-১৪ টি।
ভূমির ব্যবহারঃ-
ভূমির ব্যবহারঃ পৌরসভার মাষ্টারপ্ল্যান বা মহাপরিকল্পনার কাজ চলমান রয়েছে। মহা পরিকল্পনার খসড়া থেকে জানা যায় , এখানকার কৃষি ভুমি ৪৩.৫৩% , আবাসিক ভুমি ২১.২২% , জলাশয় ভুমি ২৮.০৭%, অফিস ভুমি ২.৫৫% , শিক্ষা ও গবেষণা ভুমি ১.৭৫% , যাতায়াত ও যোগাযোগ ১.৩৭% , বানিজ্যিক ও শিল্পভুমি ০.৫৮% , সবুজবন ভুমি ০.৩৮% সাম্প্রদায়িক সেবাসমূহ ০.২১% , বিনোদন ০.০৮% , মিশ্রিত ভুমি ০.১৬% , বে-সরকারী সেবা ০.০৬%।
আর্থসামাজিক অবস্থানঃ-
আর্থসামাজিক অবস্থানঃ- ক্ষুদ্র ব্যবসায়ী – ২৫.৫৯% , কৃষিজীবি ও খামারী – ২২.৪৩% , সরকারী চাকুরীজীবি – ১০.৮২%, দক্ষ শ্রমিক -৮.৯৭% , বেকার – ৮,৭১% , বেসরকারী চাকুরীজীবি -৫.০১% , অদক্ষ শ্রমিক-৪.২২% , রিক্সা – ভ্যানচালক – ৩.৬৯% , শিক্ষক – ৩.৭১% , গৃহপরিচারিকা – ২.৬৪% , বড়ব্যবসায়ী -২.৬৩%, হস্তশিল্প-০.৭৯% , শিক্ষার্থী -০.৫৩% এবং হকার – ০.২৬%।
প্রধান অর্থকারী ব্যবসাঃ-খয়ের শিল্প এবং আম।
গুরত্বপূর্ন প্রতিষ্ঠানঃ-
গুরত্বপূর্ন প্রতিষ্ঠানঃ- বাংলাদেশ পুলিশ একাডেমী অবিভিক্ত ভারত বর্ষের একমাত্র প্রতিষ্ঠান যা বাংলাদেশ উত্তরাধিকার সুত্রে পেয়েছে এবং পাকিস্থান আমলে প্রতিষ্ঠিত রাজশাহী ক্যাডেট কলেজ, সরদহ সরকারী বালক বিদ্যালয় ও সরদহ সরকারী কলেজ এছাড়া উপজেলা প্রশাসন অফিস , চারঘাট মডেল থানা , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানাপাড়া সোয়ালোজ উল্লেখযোগ্য।
বিভিন্ন প্রতিষ্ঠানঃ-
বিভিন্ন প্রতিষ্ঠানঃ মহাবিদ্যালয় ৫টি , মাধ্যমিক বিদ্যালয় ৯টি , মার্দ্রাসা ১টি , সরকারী প্রাথমিক বিদ্যালয় ১১ টি , কিল্ডার গার্টেন ৩টি , এনজিও প্রতিষ্ঠান ৮টি , ব্যাংক ৫টি , ফায়ার সার্ভিস স্টেশন ১টি , হাসপাতাল ২টি পোষ্টঅফিস ৩টি, খেলার মাঠ ৪টি ।
ধর্মীয় প্রতিষ্ঠানঃ- মসজিদ ৬৯ টি , মন্দির ৬ টি , ঈদগাহ ৯ টি , গৌরস্থান ১০ টি , শষ্মানঘাট ২ টি।
ভূ-গর্ভস্থ পানিসরবরাহ সংক্রান্তঃ-
ভূ-গর্ভস্থ পানিসরবরাহ সংক্রান্তঃ-পানিরপাইপ লাইন ৭.৬০কি.মি. , পানির পাম্প ১ টি ,গৃহসংযোগ ৪৫০টি । ১.৫ % ভাগ লোক ট্যাপ, ৯৭.১% ভাগ টিউবওয়েল এবং ১.৪% ভাগ অন্যান্য উৎসের পানি ব্যবহার করে।
সেনিটেশন সংক্রান্তঃ- পাবলিক টয়লেট ৫টি ,ডাস্টবিন ১২টি। মোট হাউজহোল্ডের মধ্যে ৮.৯ % ভাগ পাঁকা ৪২.২% ভাগ সেমিপাঁকা ৪৫.৯% ভাগ কাচা এবং ৩.০ % ভাগ ঝুপড়ি পায়খানা ব্যবহার করেন।
মিল বা কলকারখানাঃ- তৈল মিল ০২ টি, রাইচ মিল ০৯ টি, ফ্লাওয়ার মিল ০৭ টি ”ছ”মিল ৭ টি ।