প্রথমপাতা

৯ জুলাই , ১৯৯৮ সাল। প্রকৃতিতে ছিল বর্ষাকাল। প্রমত্তা পদ্মায় মৃদু মন্দ ঢেউ-এ ছিল খুশির নাচন। ঠিক এমনই মাহেন্দ্রক্ষণে চারঘাট উপজেলার ০৫ নং চারঘাট ইউনিয়নের ১০টি মৌজার ১৮.৭৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ৯টি ওয়ার্ডের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছিল চারঘাট পৌরসভা। প্রতিষ্ঠাকালীন চারঘাট ‘গ’ শ্রেনির পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিগত ৩১ মে ২০১১ খ্রি: তারিখে ‘খ’ শ্রেনির পৌরসভায় এবং সর্বশেষ বিগত ১১ নভেম্বর ২০১৮ খ্রি: তারিখে ‘ক’ শ্রেনির পৌরসভায় উন্নীত হয়।

চারঘাট পৌরসভা বাংলাদেশের পশ্চিমাংশে রাজশাহী জেলাধীন অন্যতম প্রসিদ্ধ নদী প্রমত্তা পদ্মার তীর ঘেঁষে লম্বা-লম্বি অবস্থান করছে। পৌরসভাটি রাজশাহী জেলা শহর হতে প্রায়  ৩০.০০ কিলোমিটার দক্ষিন-পূর্বে ২৪º ১৪’ হতে ২৪º ২২’ উত্তর অক্ষাংশ এবং ৮৮º ৪৬’ হতে ৮৮º ৫২’ পূর্ব দ্রাঘিমাংশ ভৌগলিক সীমা রেখার মধ্যে অবস্থান করছে। পদ্মা নদীর ওপাড়ে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলা। চারঘাট পৌর এলাকার উত্তরে সরদহ ও ইউসুফপুর ইউনিয়ন , দক্ষিনে চারঘাট ইউনিয়ন, পশ্চিমে পদ্মা নদী এবং পূর্বে ভায়ালক্ষ্মীপুর ও সরদহ ইউনিয়ন অবস্থিত।

মোট রাস্তাঃ ১২৫.০০ কি.মি; (বিসি-৮১.০০ কি.মি. , আরসিসি/সিসি-৯.৫০ কি.মি. , কাঁচা – ২৪.৫০ কি.মি. , এইচবিবি-২.৭৫ কি.মি. , বিএফএস- ৩.২৫ কি.মি. ,ডাব্লিউবিএম – ৪.০০ কি.মি.)। মোট ড্রেনঃ ৪২.০০ কি.মি. ; (আরসিসি – ১৯.৯৩ কি.মি. ,ব্রিকম্যাসনরি – ৪.২৮ কি.মি. , কাঁচা – ১৭.৭৯ কি.মি. )। ব্রীজ- ০৮ টি; কালভার্ট- ১৪ টি; পানির পাইপ লাইন- ৩০.০০ কি.মি.;  উৎপাদক নলকূপ- ০৬ টি; পালিক টয়লেট- ৫৩ টি; অনুমোদিত বস্তি-১৪ টি।

চারঘাট পৌরসভাটি চারঘাট উপজেলা শহর ও চারঘাট ইউনিয়নের সিংহভাগ এলাকা নিয়ে গঠিত বলে চারঘাট পৌরসভা হিসেবে নামকরন করা হয়েছে। এখানকার উপজেলা এবং থানার নামও চারঘাট । এটি মূলত পদ্মানদী কেন্দ্রীক প্রাচীন ব্যবসা কেন্দ্র। জনশ্রুতি আছে প্রাচীন কালে পদ্মা নদীর চারটি স্টীমার ঘাটের মাধ্যমে এখানকার ব্যবসা বানিজ্য পরিচালিত হতো , এজন্য কাল ক্রমে এ জনপদের নাম চারঘাট হিসেবে পরিচিতি পেয়েছে।

চারঘাট পৌর পরিসীমার মধ্য়ে রয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমী – অবিভিক্ত ভারত বর্ষের একমাত্র প্রতিষ্ঠান যা বাংলাদেশ উত্তরাধিকার সুত্রে পেয়েছে এবং পাকিস্থান আমলে প্রতিষ্ঠিত রাজশাহী ক্যাডেট কলেজ। এছাড়া রয়েছে সরদহ সরকারী বালক বিদ্যালয় , সরদহ সরকারী কলেজ , চারঘাট এম এ হাদী ডিগ্রী কলেজ, উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিস , চারঘাট মডেল থানা , চারঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানাপাড়া সোয়ালোজ । এছাড়া সীমান্তের নিরাপত্তা রক্ষার জন্য রয়েছে সীমান্তের অতন্দ্র প্রহরী বীর সেনানী বিজিবির চৌকষ দলের সমন্বয়ে বিজিবি ক্যাম্প।

ক্ষুদ্র ব্যবসায়ী – ২৫.৫৯% , কৃষিজীবি ও খামারী – ২২.৪৩% , সরকারী চাকুরীজীবি – ১০.৮২%, দক্ষ শ্রমিক -৮.৯৭% , বেকার – ৮,৭১% , বেসরকারী চাকুরীজীবি -৫.০১% , অদক্ষ শ্রমিক-৪.২২% , রিক্সা – ভ্যানচালক – ৩.৬৯% ,শিক্ষক-৩.৭১% ,গৃহপরিচারিকা – ২.৬৪% , বড়ব্যবসায়ী -২.৬৩%, হস্তশিল্প-০.৭৯% , শিক্ষার্থী -০.৫৩% এবং হকার – ০.২৬%।